অধ্যক্ষ মহোদয়ের বাণী
মাইনুল হাসান মহাবিদ্যালয় নিঃসন্দেহে দিনাজপুর জেলার অন্যতম বিদ্যাপীঠ। দেশ, জাতি কিংবা সম্প্রদায়কে আর সীমানার জালে আবদ্ধ রাখা সম্ভব না; কেননা সৃষ্টি হয়েছে এক বিশ্ব সীমানা এক বিশ্ব সম্প্রদায়। রাষ্ট্রীয় সীমানার প্রাচীর ভেঙ্গে মানুষ আজ এক সভাতে মিলিত হয়েছে। বিশ্বায়নের এই যুগে তথ্য প্রযুক্তির উন্নয়নের কোন বিকল্প নেই। তাইতো সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছে। এমন অবস্থায় তথ্য প্রযুক্তি থেকে মুখ ফিরিয়ে নেয়া রীতিমত আত্মঘাতী সিদ্ধান্ত।বর্তমান সরকারের অন্যতম অঙ্গিকার ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশ হিসেবেই অত্র কলেজ এই ওয়েব সাইটটি খুলেছে।মূলত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক এই তিন অনুসঙ্গের নিকট তথ্য, উপাত্ত সহজে ও দ্রুততার সহিত পৌঁছানো এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি অফিসের যোগাযোগ রক্ষা করা এই ওয়েবসাইটের লক্ষ্য। এই উদ্যোগ কার্যকলাপের স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা যেমন নিশ্চিত করবে তেমনি দুর্নীতির করাল গ্রাস থেকে শিক্ষাব্যবস্থাকে রক্ষা করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। শিক্ষার্থী কিংবা তাদের অভিভাবকবৃন্দ এমনকি শিক্ষকবৃন্দ ও এই ওয়েব সাইট থেকে উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। ভবিষ্যতে এই ওয়েবসাইটটি আরো সুন্দর, আকর্ষণীয় এবং তথ্যবহুল করার জন্য সকলের নিকট থেকে আমি পরামর্শ পেতে আগ্রহী।
সুব্রত কুমার অধিকারী, অধ্যক্ষ
মাইনুল হাসান মহাবিদ্যালয়, মংগলপুর, বিরল, দিনাজপুর ।