SCMS

কলেজের পটভূমি

বাংলাদেশের সর্ব উত্তরের বৃহত্তম দিনাজপুর জেলার অন্যতম উপজেলা বিরল। এই উপজেলার ৯নং মংগলপুর ইউনিয়ন এর এবং আসেপাশের শিক্ষা উন্নয়নের চিন্তা থেকে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী এবং গবিন্দপুর মেহেরবাগের বিখ্যাত চৌধুরী পরিবারের অকাল প্রয়াত সন্তান মাইনুল হাসান চৌধুরীর স্মরণে তার পরিবারের দানে ১৯৯৪ সালে এই কলেজটি প্রতিষ্ঠা লাভ করে। জনাব মাসুদ হাসান চৌধুরী মহোদয় কে সভাপতি এবং জনাব মোঃ মজিবর রহমান কে সম্পাদক করে কলেজটির ২২ সদস্যের পরিচালনা পরিষদ গঠিত হয়। কমিটির সুযোগ্য পরিচালনায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে মোহনা মংগলপুর  উচ্চ বিদ্যালয়ে কলেজটির প্রথম শিক্ষা কার্যক্রম চালু হয়। এ সময় কলেজের নিজস্ব কোন ভবন ছিল না। প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষের দায়িত্ব পালন করেন জনাব মোঃ আনোয়ারুল হক। বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, বানিজ্য, মানবিক ও বিএম শাখা এবং স্নাতক(পাস)স্তরে বি,এস,এস , বি,এ ও বি. বি. এস কোর্স চালু আছে (১৯৯৭ সালে স্নাতক(পাস) কোর্স প্রথম চালু হয়)।বর্তমানে এই উপজেলার শিক্ষার শ্রেষ্ট বিদ্যাপিঠ হিসেবে কলেজটি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।